সুদূর আকাশের গোলাকার চন্দ্রটির দিকে তাকিয়ে আছে সাফার। ওর বক্ষপিঞ্জরের সাথে লেপ্টে আছে এক অনিন্দ্য কামিনী। সাফার চোখ সরালো বিমুগ্ধ সেই চন্দ্রিমা থেকে। একটু ঝুঁকে তাকাল নিজের সাথে লেপ্টে থাকা ওর নিজস্ব আকাশের চন্দ্রমুখীর পানে। চন্দ্রা'র নাকে নাক ঘেঁষে সাফার। আদুরে কন্ঠে বলে, 'ভালোবাসো?' চন্দ্রা একটু উঁচু হয়ে সাফারের চিবুকে চুমু খায়। এরপর কান পাতে সাফারের বক্ষপিঞ্জরে। নরম শ্বাসে বলে, 'ভালোবাসি! অনেক বেশি ভালোবাসি!' 'সাফার চোখে হাসল। ওর অন্তঃকরণে উত্তাল ঢেউ ওঠে। পুরো দেহে বয়ে চলে অপার প্রেমের জোয়ার। প্রেয়সীর নরম উষ্ণতায় ওর পুরুষালি সত্তা জেগে উঠে আচানক। টেনে আরও একটু কাছে নিয়ে আসে চন্দ্রা কে। প্রেয়সীর সকল উষ্ণতায় আজ নিজের শীতলতা বিগলিত করে তুলবে। সাফার মোলায়েম হাসল। চন্দ্রা ওর বুকের মাঝে থেকে-ই গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে। ঘাড় ঘুরিয়ে একবার বিছানায় শায়িত ওর অবিচ্ছেদ্য কে চোখে দেখে নেয়। ওর পুরো পৃথিবী আজ এখানে সীমাবদ্ধ। আর এই পৃথিবীকে সুরক্ষা করতে, নিজের কাছে রাখতে ওর যা কিছু করার ও করবে। যেমনটা এতদিন ধরে করে এসেছে। তুমি আমার না বলা কথা তুমি আমার সময়ের সেই অস্থিরতা। তুমি আমার চৈত্রের খরতা তুমি আমার বৃষ্টির মুখরতা। তোমার কাছে-ই আমার যত অভিমান দুঃখের বিলাস থেকে কবে পাব পরিত্রাণ। কত কিছু করেছি, আমি এই তোমাকে পেতে এই আমি নষ্ট যে হই কেবল তোমাতে...।
অসাধারণ একটি গল্প এই গল্পটি যখন আপু লিখেছিলেন তখনই ফেসবুকে পড়েছিলাম ❤️ আমার খুব পছন্দের একটি গল্প বিধায় বইটই থেকে আবার ক্রয় করে পড়লাম আপু সাফার আর চন্দ্রা কে নিয়ে আরো একটি গল্প লিখুন এটা আপনার কাছে অনুরোধ রইলো
Read all reviews on the Boitoi app
একটা ঘোরের মধ্যে চলেগেছি আবার ওদের চাই।
অসাধারন ❤️
খুবই ভালো লাগার একটি গল্প। ফেসবুকে পড়ার পরে ও আশ মেটে নি। তাই নিজের কাছে রাখার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি এখন আর দূরে যাবে না। লেখিকা আপুকে ভীষন ভালোবাসি।তার সফলতা কামনা করছি।
দারুণ একটা গল্প।লাস্ট টুইস্টের জন্যই আমার বইটি কিনা।
আমার অনেক অনেক পছন্দের একটা গল্প। ফেইসবুকে পড়ার সময় কত অপেক্ষায় যে থাকতাম। ইবুক আনার জন্য অনেক ধন্যবাদ সব একসাথে পড়ে ফেলছি।
এই গল্পটা ফেসবুকে কয়েক বার পড়েছি। তারপরও পড়ার সাধ মেটেনি। যখন আপু ডিলিট করে দিল তখন কত যে অপেক্ষায় ছিলাম বইটার??? এখন বই কিনে পড়েছি খুবই ধীর গতিতে, যেন পড়ার পর তাড়াতাড়ি শেষ না হয়ে যায় 😊😊😊 তারপরও শেষ হয়ে গেল। মনে হয়েছে শেষ হয়ে ও হইল না শেষ। ধন্যবাদ আপু। তবে সাফার - চন্দ্রা কে আবার কোন গল্পে দেখার অনুরোধ রইলো। ভালো থাকবেন।
রহসে ভরা দারুন একটি ই-বুক করলে সত্যিই মনটা ভালো খারাপ দুইটাই হবে একটা মিশ্র অনুভূতি জানা সুখ হয় প্রকাশ পাবে না কষ্ট হয় প্রকাশ পাবে বইটা আমার কাছে অত্যাধিক ভালো লেগেছে আপুর কাছে এমন বই আরো চাই অনেক অনেক অনেক সুন্দর একটি বই 💘💘💘
Eto boro surprise 😳😳 Sotti samle uthte parchi na ekhono🤯 Je nayok abar se kholnayok 😳🤯 Tobe golpo ta osadharon hoyeche 💘✨ Etodin opekkha kora sarthok🫠❤️ Thank you Taniya di 🥰🥰
Asoleito sob kichu te porinoti dekhaitei hobe amon to kotha nei. Safar Mirja manei rondhre rondhre dhurto ta. Ato ato nikhut ovinoy. R chondra 🖤 Safarer Chodraboti take niye kichu bolar nai. Kichu golpo uponnash ache bar bar porleo mon cay aro pori. Apur ai Safar Mirja o thik amon e. Akdom matal kora akta Uponnash. Onek onek suvo kamona roilo apu apnar jonno. Aro onek amon onoboddo Sristi asuk.