কাগজের বাইরে প্রথম আমার লিখা যাচ্ছে। ব্যাপারটা কেমন হবে এখনো ঠিক বুঝতে পারছি না। এই ই-বুকের শুরুতে একটা গল্প আছে। পরিচিত একজন ভীষণ বই পাগল।দিনরাত বই পড়ে। তবে সে হাতে নিয়ে পড়ে না, পড়ে ফোন স্ক্রিনে,ল্যাপটপে। আমি জিজ্ঞেস করলাম, এত বই পড়ো, বই কিনো কোথা থেকে বললো বিভিন্ন ওয়েবসাইট থেকে। এমনি কাগজের বই পড়তে ভালো লাগে না। আমি অবাক। এমন মানুষও আছে? বই ছুঁতে চায় না, ধরতে চায়না। ফোনস্ক্রিনে তাকিয়ে অনায়াসে শুধু পড়তে চায়। ভাবা যায়?ব্যাপারটার প্রতি আমার কৌতূহল বাড়লো।আমি বিভিন্ন ওয়েবসাইটে ঢুঁ মারতে শুরু করলাম। অনেক বই পড়া হলো। আগ্রহ এতটাই বাড়লো যে, ই-বুক লিখার কনসেপ্টা আমার বেশ পছন্দ হলো। পছন্দ থেকেই ই-বুকে লিখা। দেখা যাক এই পছন্দের পথচলা কতদিন স্থায়ী হয়?
Triad Anika apni Ki janen Ami apner R apner liker Onek boro akjon fan
Read all reviews on the Boitoi app
Ok... Average এই সংসারে তিনি যখন প্রবেশ করেছিলেন তার বয়স ছিলো একুশ বছর। আজ তার সাতচল্লিশ বছর পূর্ণ হলো। হিসেবে গেলে এই সংসারে তিনি গুণে গুণে ছাব্বিশ বছর পার করেছেন।><আটাশ বছরের তরুণ। মায়ের থেকে একটা উপহার পাচ্ছে, অথচ কত নির্লিপ্ত। দুই বছর বেরে গেল কিভাবে??🙄 হিসাব বুঝলাম না।
৩ টা গল্পই সুন্দর এমন অনেক ছোট গল্পের অপেক্ষায় রইলাম আপু 🤍🤍🤍
সুন্দর তিনটি গল্প, অজান্তে আর প্লাবন গল্প দুটো ছিল মন ছুঁয়ে যাওয়া। আশা করছি লেখিকার আরো ই-বুক আমরা পাব। ❤️
Awesome like as usual
খুব খুব সুন্দর হয়েছে তিনটা গল্পই। অজান্তে এইটা বেশি ভালো লেগেছে আমার।
আপুর ছোট গল্প গুলো আমার কাছে মন ভালো করা টনিক❤️
খুব সুন্দর লিখেছেন আপু
'ছোটগল্প' আমার সবসময় উপন্যাস থেকেও পড়তে ভালো লাগে বেশি। আর সেটা যদি হয় তৃধা আনিকার লেখা তাহলে তো কথাই নেই! গল্প ভালো লাগবে সেটা ভেবেই পড়তে শুরু করেছিলাম কিন্তু প্রথম গল্প "উপহার" এতটা ভালো লাগবে ভাবিনি। তিনটা গল্পই ভীষণ সুন্দর! মন ভালো করা এমন গল্প তুমি আজীবন লিখে যাও তৃধাপু। শুভকামনা ও ভালোবাসা রইলো। আইলাবিউ ❣️
“তৃধা আনিকা “ অনেক অনেক ভালবাসার একটা নাম,আর তার জাদুকরী লেখা হল তার পাঠককে শুদ্ধতম ভালবাসার রাজ্যে বিচরন করানো।