কবিতা, গান, বাদ্যযন্ত্র, বাদক এবং সঙ্গীত-ব্যবসা সম্পর্কে ইসলাম কি বলে? যুগ যুগ ধরে মুসলিম সমাজ এসব বিষয়ে কী ধারণা পোষণ করেছে এবং মিডিয়ার যুগে তাদের ধ্যানধারণায় কী পরিবর্তন সূচিত হয়েছে? বহুল প্রচারিত সঙ্গীত-বিতর্ক সম্পর্কে ইসলামে সত্যতা কতটুকু? এসব প্রশ্নের উত্তরই এই কিতাবে তুলে ধরা হয়েছে। এজন্য এ গ্রন্থে ইসলামের মূল উৎস আরবি কিতাবসমূহের দিকে দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। এখানে কুরআন ও হাদীস বিশেষজ্ঞ, সকল মাযহাবের ফুকাহায়ে কেরাম এবং প্রসিদ্ধ সূফী সাধকদের উদ্ধৃতি খুব বেশি ব্যাবহার করা হয়েছে। এ বিষয়ে প্রাচ্যবিদদের প্রচারণার চুল-চেরা বিশ্লেষণ করা হয়েছে যা অনেক আগেই প্রয়োজন ছিল। সূফীগণ সামা (আধ্যাত্মিক সঙ্গীত)-কে পিচ্ছিল পাথর হিসেবে বর্ণনা করেছেন। সুতরাং এর বিপদসমূহ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় সতর্কতাও চিহ্নিত করা হয়েছে। ইতিহাস, সংস্কৃতি এবং ফিকহী দৃষ্টিকোণের সম্মিলিত বোধ থেকে এই কুয়াশাচ্ছন্ন বিষয়টি পরিষ্কার দিবালোকের মত ফুটয়ে তোলা হয়েছে। কিতাবটিকে ত্রুটিমুক্ত করার সার্বিক চেষ্টা করা হয়েছে। সুহৃদ পাঠকের দৃষ্টিতে কোন অসঙ্গতি ধরা পড়লে তা জানানোর জন্য অনুরোধ করা হলো। আল্লাহ তা'আলা এ লেখাকে কবুল করুন। যারা এ লেখা প্রকাশের ব্যাপারে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদেরকেও কবুল করুন। সবাইকে এর উসিলায় বিনা হিসেবে জান্নাত নসীব করুন। আমীন