কিছুক্ষণ আগেই যার সাথে আমার আংটি বদল হলো সেই মানুষটার মৃত লাশ দেখে আমার মনের কী অবস্থা হয় সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমাদের এনগেজমেন্টের পরপরই লোডশেডিং হয়ে পুরো বাড়ি অন্ধকারে ছেয়ে যায়। আলো আসার পর দেখলাম এহমাদ আমার পাশে নেই। এদিক সেদিক খুঁজে না পেয়ে বাগানের দিকটায় গেলাম। সেখানে গিয়ে দেখলাম, এহমাদের লাশ মাটিতে পড়ে আছে। আমি এই মুহুর্তে আর কিছু বলার মতো অবস্থায় নেই। আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোবে না। দয়া করে আমাকে একটু একা থাকতে দিন। অফিসার সোহেল রানাকে কথা গুলো বলেই নূর সেন্সলেস হয়ে গেল।