ছয়টি অতৃপ্ত জীবন, আর একটি অদ্ভুত রাত, একটি ফোনকল যা এসেছে সরাসরি ঈশ্বরের কাছ থেকে! ঈশ্বর! ঈশ্বররে ফোন! অদ্ভুত নয় কী! ছয়জন র্কমী তারা সবাই একটি কল সেন্টারে কাজ করেন, কিন্তু কেউই নিজের ইচ্ছায় আসেননি এখানে, তাদের সবার শেষ পছন্দ ছিল এই চাকরিটি। ভাগ্যই হোক, সাহসের অভাবই হোক, জীবনকে নিজের ইচ্ছেমতো বয়ে যেতে দিতে পারেননি তারা। কিন্তু একরাতে, ওই একটি ফোনকল কী সত্যিই বদলে দিতে পেরেছিল তাদের জীবনকে, কিছুটা হলেও কি প্রাপ্তি যোগ করতে পরেছেলি?