১৯৭১ সালে রেনু এসএসসি পরিক্ষা দেয়। তখন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আসন পাতে পাকবাহিনী। শহরের বিভিন্ন স্কুলে ক্যাম্প গড়ে। রেনুদের স্কুলেও গড়েছে। রেনু পরীক্ষা দিতে গেলে স্কুল গেটের দু'পাশে দু'জন প্রহরীর মতো পাকসেনা দাঁড়িয়ে থাকতো। রেনুদের কোনো ক্ষতি করেনি তারা। কখনও তাদের দিকে তাকিয়ে দেখেইনি ওরা দেখতে কেমন! শহরে অনেক মেয়েদের অন্যায় অত্যাচার করেছে পাকসেনারা। কিন্তু রেনুদের স্কুলে এমন সহিংসতার ঘটনা ঘটেনি। তারা খুব সুন্দর করেই পরীক্ষা শেষ করেছে। পাকবাহিনীর মূল এজেন্ডা ছিল রাজাকার, আলবদর বাহিনী। তারাই বিভিন্ন খবর পৌঁছে দিত মিলিটারি ক্যাম্পে। এরই মাঝে চলে গেলো কত চড়াই-উতরাই। একটা ইতিহাস গড়ে উঠলো। মুক্তিযুদ্ধের ইতিহাস। ত্রিশ লক্ষাধিক প্রাণের ইতিহাস। একটি লাল সবুজের পতাকার ইতিহাস। এক টুকরো ভূখণ্ডের ইতিহাস।