দিনের পরে দিন চলে যায়। রোদও বড় হতে থাকে। মানিকা আন্টি আর আসে না। শুনেছি তারা যে জায়গায় থাকতো সেখানে বড় বড় অট্টালিকা হয়েছে। সেখানে আর তারা থাকে না। সময় চলে যায় অথচ রোদের অপেক্ষার প্রহর যেন শেষ হতেই চায় না। আবেগহীন যান্ত্রিক রোবটের সাথে থেকে থেকে রোদও যেন একটা যান্ত্রিক মানুষে পরিণত হয়ে গেছে। অথচ সে তা কখনোই হতে চায়নি। আর চার-পাঁচটা মানুষের মতো সেও ভালোবাসার কাঙ্গাল ছিলো। যা যে পায়নি আর পাবেও না হয়তো। আচ্ছা, রোদের মতো কি মানিকা আন্টিও রোদকে মনে রেখেছে? হয়তো হ্যাঁ অথবা না।
সুন্দর
Read all reviews on the Boitoi app
এত স্নিগ্ধ গল্প আমি খুবই কম পড়েছি। চোখের সামনে সবকিছু দেখতে পাচ্ছিলাম।
আপনার লেখা গল্পগুলোর মধ্যে এ গল্পটি শ্রেষ্ঠ তিনে তো থাকবেই। অসাধারণ
অনেক সুন্দর গল্প❤️