আমরা আশা করি, পাঠকগণ এ গ্রন্থে ভিন্ন এক জীবনী সম্পর্কে অভিজ্ঞতা লাভ করবেন। এখানে জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়গুলো কেবল যুদ্ধ-বিগ্রহের মধ্যে সীমিত নয়; বরং তা এমন এক পরিপূর্ণ মানুষের জীবনী যিনি কিনা তার অনুভূতি ও প্রতিক্রিয়ায় সঞ্চরণশীল এক সত্তা এবং সমাজের সব দিক থেকেই একজন পরিপূর্ণ আদর্শ ও পথপ্রদর্শক। এটা আমাদের ভুলে গেলে চলবে না যে, বদরের যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে নতুন দিগন্তের সূচনাকারী প্রথম যুদ্ধ; কিন্তু মদীনা ত্যাগ করে এ যুদ্ধে যাওয়া এবং আসার মধ্যে দশ দিন অতিক্রান্ত হয়েছিল যেখানে মূল যুদ্ধপর্ব ছিল মাত্র পাঁচ-ছয় ঘণ্টা, নিঃসন্দেহে বাকী সময়টুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবীদের সঙ্গে কাটিয়েছিলেন। রাসূলের সঙ্গে প্রতিটি মুহূর্ত স্বর্ণের চেয়েও মূল্যবান। সুতরাং এই দশদিন ব্যাপী সময়টুকুর গুরুত্ব পাঁচ-ছয় ঘণ্টার যুদ্ধে ঢাকা পড়ে যেতে পারে না। এ কিতাবে প্রায় সাড়ে নয় দিনের সেই ঘটনার দিকে দৃষ্টিপাত করা হয়েছে। এখানে ওইসব মুহূর্তের বিস্তারিত আলোচনা করা হয়েছে যা আপাত সেকেন্ডারি মনে হতে পারে; কিন্তু এতে একজনের পক্ষে বদর যুদ্ধের পরিপূর্ণ চিত্র বুঝতে সহজ হবে। এ কিতাবে সহজ, সুন্দর এবং বোধগম্য বাক্য ও শব্দ ব্যবহার করা হয়েছে। আর তা ঘটনা বর্ণনার ক্ষেত্রে উপযোগীও বটে। এ লেখায় আবেগ প্রতিফলিত হয়েছে যাতে আমরা আমাদের অন্তরের কষ্ট কাটিয়ে উঠতে পারি ক্ষণিকের জন্য হলেও, এখানে শত শতাব্দি পুরোনো সুখময় অভিব্যক্তিতে পুনর্ব্যক্ত করা হয়েছে যাতে তিনি অন্যদের জন্য যে জীবন অতিবাহিত করেছেন, তা পাঠকের অভিজ্ঞতায়ও সঞ্চালিত হয়। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রকৃত অনুসারীরা তার ব্যপ্তিময় জীবনের মূল লক্ষ্য সম্পর্কে আরও বেশি অনুধাবন করতে সক্ষম হবেন।