মুসলিম পাড়ায় দুটি বাড়ি—শান্তিকানন এবং সুখনীড়। কিন্তু নামের বিপরীতে, সেখানে শান্তি বা সুখের ছিটেফোঁটাও নেই। আছে শুধু ঝগড়া, কলহ আর বিদ্বেষ। বড়দের তো বড়দের কথা, ছোটরাও এই কোন্দলের আগুনে ঘি ঢালে। সকালে বল এসে ভেঙে ফেলল আয়াতের শখের চুড়ি। ক্রোধ বর্ষণ হলো এই পাশ থেকে। কিন্তু ওপাশের সৌম্য পুরুষ সাফওয়ান কেবল মুচকি হাসল। আর তার ফলাফল? আরেক দফা ঝগড়া শুরু। এ দৃশ্যের দর্শক পুরো মুসলিম পাড়া। এই বিদ্বেষ আর কলহের বাতাসে প্রেমপুষ্প ফোটানোর সাহস করেছে এক জোড়া কপোত-কপোতী—প্রভা ও ইশতিয়াক। আঠারো বছর ধরে লালিত-সঞ্চিত প্রণয় কি পরিণয়ের পথে পৌঁছাবে? নাকি তার আগেই দু-বাড়ির কোন্দল সেই প্রেমকে পিষে ফেলবে? এদিকে সাফওয়ান আর আয়াতের ঝগড়া কি আদৌ শেষ হবে? নাকি কোনো একদিন চাঁদই বলবে তাদের, "হাতটি ধরো"?
অসম্ভব সুন্দর ছিল আপনার গল্পটি । আপনার সব গল্প সুন্দর এটাও সুন্দর ছিল !
Read all reviews on the Boitoi app
মনোমুগ্ধকর
চমৎকার লেখা।মন ভালো করা গল্প।
এক কথায় দারুণ
Onk sundor hoice golpo ta api ❤️❤️❤️❤️
দারুণ
খুবই স্নিগ্ধ একটি গল্প ছিল।আহা!কখন যে শেষ হয়ে গেল বুঝতেই পারিনি💛💛
একবসায় শেষ করলাম। মনে হচ্ছিল বিটিভিতে সম্প্রচারিত নব্বই দশকের কোনো নাটক দেখছি। দুবাড়ির কলহ, তার মাঝে তিনজোড়া প্রেম।রীফাত সীফাতের দুষ্টুমিতে #প্রণয়_প্রহেলিকা 'র আশা এশা পন্ডিতদের ঝলক! আবার,পরিবারের সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর দিকটি খুব পজিটিভলি তুলে ধরেছ মৈথিপু! শেষে শুভ পরিণয় — তৃপ্ত! খুব মার্জিত শব্দে লেখা। তোমার শব্দচয়ন বরাবরই আমাকে টানে। এই বইয়ের মধ্যে আরও একবার তোমার শব্দচয়নের প্রতি ভালোলাগা জন্মালো। আর সাথে মিতু আপুর লেখা ছন্দ! ব্যস ষোলকলা পূর্ণ! ধন্যবাদ এতো সুন্দর একটা বইয়ের জন্য। অনেক অনেক ভালোবাসা প্রিয় মৈথিপু 🤍 ~ ইতি, পিচ্চি ফারিয়া 😁
Amazing story. Thanks, Moithy, for giving me the opportunity to read such a lovely story. Before buying this book, I knew that I wouldn't be disappointed for buying. You always meet our expectations beyond its boundaries.
অসাধারণ