ইন দ্য সিটি অব গোল্ড অ্যান্ড সিলভার : বিদ্রোহী বেগম কেবলমাত্র একটি উপন্যাস নয়, ভারতবর্ষে ১৮৫৭ সালে সংঘটিত সিপাহি বিদ্রোহের এক জীবন্ত দলিল। যে দলিলে লিপিবদ্ধ হয়েছে সিপাহি বিদ্রোহের পূর্বাপর নানা ঘটনাপঞ্জি এবং সেই সময়কার অসংখ্য দৃশ্যপট। আমাদের স্বাধীনতা আন্দোলনের হিরন্ময় ইতিহাস জানতে আগ্রহী পাঠকদের সামনে এ বই নতুন আলো এনে দেবে নিঃসন্দেহে। ভারতবর্ষের অধিকাংশ রাজা-বাদশাহ পরবর্তীতে ইংরেজদের সঙ্গে আঁতাত করে নিজেদের জীবন বাঁচিয়েছিলেন। ইংরেজদের পারিতোষিকের বিনিময়ে মাথানত করেছিলেন রানি ভিক্টোরিয়ার ক্ষমার সামনে। কিন্তু হজরত মহল একবারের জন্যও চির উন্নত শির নত করেননি। জীবনের শেষদিন পর্যন্ত লড়ে গেছেন অকুতোভয়ে। এ গ্রন্থ সেই মহিয়সী নারীর জীবন পাঠকের সামনে উন্মোচন করবে, ইতিহাস যাঁকে বড় একটা সমাদর করেনি কখনো।