যেজন পাইয়াছে খাজাপীরের চরণ কীসের ভয় চিন্তা তাহার ত্রি-ভুবন। যে লয় খাজার পূত চরণের ভরি সে পায় কঠিন বেলা উদ্ধার তরি তার জয় কেতন উড়ে সদা নিরঞ্জন। সকল যাতনা হয় ফুলের মালা অন্তর হয় আরশ নুরে উজালা আশেক পায় ইল্লিনে খুঁজে চির আসন। ভবখানি আশেকের নরক জ্বালা দমে দমে কত রূপ পরীক্ষা খেলা সেকাল পীর বিনা কেউ রয় না আপন। ওরে মন শোন খাজাপীর কী বলে বিপদ দেখে পীরধন যাসনে ভুলে ভুল করিলে সব হারাবি জীবন-মরণ।