দুটি হতদরিদ্র শিশু; বেনি বেটস আর নেলি বেটস। সৎ মায়ের কারণে বাবা ওদের দেখতে পারে না। খেতে দেয় না। কারণে-অকারণে মারধর করে। তাই অতিষ্ঠ হয়ে বাড়ি ছেড়ে পালায় ওরা। সতভাবে বেঁচে থাকার সংগ্রামে জড়িয়ে পড়ে। কিন্তু...হঠাৎ করে নেলিকে হারিয়ে বেনির মাথায় আকাশ ভেঙে পড়ে। ঘটনাচক্রে পরিচয় হওয়া ধনীর দুলালী ইভা তার বাবার অফিসে বেনিকে চাকরি পাইয়ে দেয়। কিন্তু কদিন পর বিনা দোষে চোর আখ্যা দিয়ে পুলিশে দেয়া হয় ওকে। সৎভাবে বেঁচে থাকার সব পথ রুদ্ধ হয়ে যেতে বুক ভরা কষ্ট নিয়ে লিভারপুল ছেড়ে চলে যায় বেনি। পরে একদিন ফিরেও আসে, অন্য এক বেনি হয়ে।
একদম ছোট বেলায় বইটা পড়েছিলাম। আজকে অনেক অনেক বছর পরে বইটই তে দেখে আবার পড়তে ইচ্ছা হলো। প্রত্তেকটা পাতা আমাকে আবার ছোটোবেলায় নিয়ে গিয়েছিল। তখনো যেমন কেদেছিলাম, এখনো পড়ার সময় কেদেছি। অসম্ভব সুন্দর একটা বই।
Read all reviews on the Boitoi app