এতিম খানায় বড়ো হওয়া টিয়া স্কুলের শিক্ষিকা আফসানা মিসের ভালোবাসায় তার কাছে আশ্রয় পায়। ব্যাপারটি পরিবারের কেউ ভালো চোখে নেয় না। এমনকি সমাজও ভালোভাবে গ্রহন করে না। টিয়ার জন্য সে একাই সবার সাথে লড়ে যায় । এই লড়াইয়ে কী আফসানা মিস জিততে পারবে? পারবে টিয়ার পরিচয় জেনে ওর পরিবারের কাছে টিয়াকে ফিরিয়ে দিতে?টিয়াকে কী দিতে পারবে একটি স্বাভাবিক জীবন?এই সব প্রশ্নের উত্তর জানতে হলে বইটই এ্যাপে পড়তে হবে ঝরা ফুল।
মন ছুঁয়ে গেল। খুবই ভালো লেগেছে।
Read all reviews on the Boitoi app
আসসালামু আলাইকুম বইটি পড়ে খুব ভালো লেগেছে।অনেক সুন্দর উপস্থাপনা। সহজ ভাবে সমাজের কঠিন বাস্তব তুলে ধরেছেন লেখক। শুভকামনা দোয়া রইল।
বইটি পড়ে অনেক ভালো লেগেছে। একটা ছোট্ট বাচ্চা মেয়ের জীবনে কত করুন কাহিনী। সত্যি ভীষণ কষ্টের এবং আবেগী একটা গল্প। লেখকের জন্য অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা ❣️
ঝরা ফুল গল্পটি আমাকে মুগ্ধ করেছে। টিয়ার জন্য আমার খুব কষ্ট হচ্ছে।টিয়ার মত অসহায় অনেক বাচ্চাদের অবশেষে ঠাই মেলে এতিমখানায়।তারা তাদের মা বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত।তাদের মধ্যে অনেকেই আছে ভূমিষ্ঠ হওয়ার পর মা বাবার মুখ দেখেনি।এই এতিম বাচ্চা গুলো ভালোমন্দ খেতে পারে না।ভালো কোনো জামা পরতে চাইলেও পরতে পারে না।মনের কথা কাউকে শেয়ার করতে পারে না। আফসানা মিস এর মত যারা এতিম বাচ্চার দায়িত্ব নেয়, তাদেরকে আত্মীয়স্বজন বন্ধুবান্ধব এমনকি সমাজের অনেকেই সুদৃষ্টিতে দেখে না। সমাজে অনেক শিক্ষিত লোক আছে তাদের কাজ হচ্ছে শুধু সমালোচনা করা। বাজে মন্তব্য করা। এই গল্পটি বর্তামান প্রেক্ষাপট নিয়ে লেখা। সচরাচর টিয়ার মত অনেক ঝরা ফুল রাস্তাঘাটে ঠাই মেলে।ফুল গুলো পরিচর্যা করার মত দায়িত্ব কেউ নেয় না।আবার কেউ মানবতা দেখিয়ে এগিয়ে আসলে তাকে বাঁধা দেয়। এতিম বাঁচাদের নিয়েও সমালোচনা করে।অবুঝ এতিম শিশুর দোষ খুঁজে। তাদেরকে জারজ সন্তান বলে ডাকতে বিবেক বাঁধা দেয় না। লেখককে অশেষ ধন্যবাদ জানাই সুন্দর একটি গল্ল উপহার দেওয়ার জন্য। লেখকের জন্য নিরন্তর শুভ কামনা রইলো।
আপু ভীষণ ভালো লাগল আপনার গল্পটা। টিয়ার জন্য মন খারাপ লাগছে।
চমৎকার লিখেছেন।অসাধারণ লেখনী।
অসাধারণ একটা গল্প পড়লাম। লেখকের লেখনশৈলী বরাবরের মতোই চমৎকার। দারুণ একটা পল্ট ছিলো। নতুন গল্প পড়ার অপেক্ষায় রইলাম।
খুব সুন্দর। অসাধারণ একটা প্লটে গল্পটা লেখা হয়েছে।লাস্টের টুইস্টা অপূর্ব হয়েছে। লেখিকার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
ঝরা ফুল গল্পটির থিম কমন হলেও, উপস্থাপন সাবলীল ছিল। বইটই অ্যাপে বইটির জনপ্রিয়তা হোক, লেখিকার জন্য শুভ কামনা।
আমাদের সমাজে টিয়ার মতো অনেক মেয়ে রয়েছে, যাদের কোনো জন্মপরিচয় নেই। কিন্তু তার জন্য আমরা এই মেয়েগুলোকেই দোষারূপ করি। তাদেরকে ঘৃণার চোখে দেখি। অথচ তাদের এ জন্মের পেছনে তাদের তো কোনো হাত নেই! যে পাপ করেছে তাকে আমরা খোঁজেও দেখি না। সে স্বাভাবিকভাবেই দিব্যি ঘুরেবেড়ায়। আর কেউ যখন টিয়ার মতো মেয়েদের দায়িত্ব নিয়ে চায় তখন সেই মানুষটার ওপরও নেমে আসে অনেক মানসিক অত্যাচার। দিন শেষে টিয়ার মতো মেয়েরা অসহায়, বড্ড অসহায়। লেখিকা খুব সুন্দরভাবে গল্পটি সাজিয়েছেন। শুভকামনা রইলো। ❤️