‘ফুলঝুরি’ অদ্ভুত এক গ্রাম৷ লেখকের কাল্পনিক ভাবনার অগোছালো এক রুপ। গ্রামের অদ্ভুত সব নিয়মের বেড়াজালে একদিন প্রবেশ করে ফুলকুমারি। বন্দী হয়ে যায় গ্রামের অন্ধকারে। দেখা হয় শেহজাদের সাথে, বিয়ে হয়। কিন্তু প্রেমের সূচণা হয় না। কেন প্রেমের সূচনা হয় না সেটা জানতে হলে অবশ্যই আপনাদের পড়তে হবে, ফুলঝুরিতে ফুলকুমারি। গ্রামের মধ্যে রয়েছে বড় বাড়ি নামে একটা বাড়ি। সেটার মধ্যে রয়েছে জানা-অজানা অনেক গল্প। এই সব গল্পের ভিড়ে ফুলকুমারি হারিয়ে গিয়েছিলো নাকি ফিরে এসেছিলো নতুনভাবে। সেসব জানতে হলে পড়তে হবে ফুলঝুরিতে ফুলকুমারি।
ফুলঝুরিতে ফুলকুমারি গল্পটা নামের মতই চমৎকার হয়েছে এতো ছোট গল্পে এতো ভালো লাগবে আগে বুঝিনি। শেষে এমন একটা ধাক্কা খেলাম। ফুলকুমারি আর শেহেজাদ এর জন্য ভিষণ খারাপ লাগছে।
Read all reviews on the Boitoi app