মুরিদপুরে সবাই পীর, সবাই মুরিদ। মুরিদপুরে যা ঘটে তা আপাত হাস্যরসের যোগান দেয় কিন্তু আড়ালে তুলে ধরে সমাজে বিদ্যমান বাস্তবতা। মুরিদপুরে তাই পীর, মুরিদ সবাইকে ছাড়িয়ে সময়ই হয়ে উঠে সবচেয়ে বড় নায়ক। আমাদের সময়ের এক রম্যচিত্র ফুতে উঠেছে এই বইয়ে।
ভালো লেগেছে পড়ে। হালাল বিনোদন।
Read all reviews on the Boitoi app
ইসলামি বই বলতে যেমন মানুষ আশা করে সেখান থেকে কিছু শিখতে পারবে এই বইটা সেরকম না। আসলে বইটাই তো ইসলামি বই না(আমার সাধারণভাবে যেটাকে ইসলামি ধারা হিসেবে চিনি আরকি)। বইটা মূলত রম্য সাহিত্যের। লেখক সমাজের বেশকিছু অসঙ্গতিকে হাস্যরসের মাধ্যমে তুলে এনেছে। তবে সবচেয়ে ভালো লাগার বিষয় হাস্যরস বানাতে গিয়ে লেখক কোনোরুপ জোরজবরদস্তি করেননি কোথাও। বইটা না পড়লে এমনকিছু মিস করবেন তা নয় তবে সুরসুরিবিহীন রম্য পড়তে চাইলে পড়তে পারেন তবে ঐ খুব বেশি আশা রাখবেন না লেখকের অন্যান্য বইয়ের মত।