সে এসেছিল,,, পঁচিশ বছর পর। হারিয়ে যাওয়া প্রিয় মানুষটি পঁচিশটি কদমফুল হাতে দরজায় কড়া নাড়ে, তারপর? বৃষ্টিহীন বাদল,,, কিছু ভুল সিদ্ধান্তের কারণে সারাজীবন তার দায় বয়ে বেড়ায় কেউ কেউ,,, কেনো? গোনাহ,,, এক জীবনে কোন গোনাহ করেনি এমন মানুষ একটিও নেই ইহজগতে। টাকা আর গোনাহের বাস কী পাশাপাশি? হয়তো!!