এক অষ্টাদশী চটপটে কিশোরীর মজার ছলেই হুট করে কারও প্রেমে পড়ে যাওয়ার কাহিনি নিয়ে গঠিত হয়েছে "রাঙিয়ে দাও প্রণয় রঙে" গল্পটি। ভালোবাসা এমন একটি অনুভূতির নাম, যাকে সংজ্ঞায়িত করা যায় না এবং প্রকারভেদ করাও অসম্ভব। নিজের প্রণয়পুরুষকে পাওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ে বেহায়ার খাতায় নাম লিখিয়ে এগিয়ে যেতে হয়। তবে সেটা অবশ্যই সীমাবদ্ধ। নিজের আত্মসম্মানের চেয়ে তা কখনোই শ্রেষ্ঠ নয়। যখনই অন্যের কাছে নিজের সামান্যতমও গুরুত্ব খুঁজে পাওয়া যায় না, তখনই সেখান থেকে ফিরে আসা শ্রেয়। যদি সে ভাগ্যে থাকে, তবে অবশ্যই তাকে ফিরতে হবে। এ ক্ষেত্রে নিজের আত্মসম্মানকে বলি দেওয়া বরাবরই অনুচিত।
অনেক সুন্দর হয়েছে গল্পটা।
Read all reviews on the Boitoi app
পুরাই ফাটাফাটি 🥰🥰
এক কথায় অসাধারণ একটা বই। অল্পের ভিতরেও কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে।
আমি এই জুটির প্রতি বরাবরই দুর্বল। এটাও ভালো লাগলো। স্পর্শীর পাগলামো আমার ভালো লাগে।
আপুর গল্প গুলো সব সময়েই দারুন হয়। Specially পরশ আর স্পর্শীয়া এর গল্পগুলো। ❤️❤️❤️❤️
কি আর বললো এক কথায় দারুণ! একটা গল্প মন ছুয়ে গেছে গল্পটা খুবি ভালো লাগছে স্পর্শী চঞ্চলতা কথা গুলো দারুণ লাগছে, সোভাম কে এখানে এরকম বদলে দেওয়াতে বেশি ভালো লাগছে..!
অসাধারণ একটা গল্প।
অসাধারণ হয়েছে
খুব সুন্দর হয়েছে গল্পটি
সোভামকে এইবার অসম্ভব ভালো লেগেছে ।ভাই হিসেবে সন্তান হিসেবে সব সম্পর্কেই বেস্ট লাগলো আর পরশ স্পর্শীয়া ২ টাকে অসম্ভব ভালো লাগে। আশি আর তাঁর পাভেল ভাই এর মিলটা ভালোই লাগলো❤️