গল্প জীবনের কথা বলে। গল্প হাসায়, ভাসায়, কাঁদায়, পোড়ায়। গল্পই একটা জীবন, আবার জীবনও একটা গল্প। কেউ গল্প লিখে, কেউ পড়ে, কেউ শুনে। গল্প হয়ে থাকে নানা রঙের। কখন কোন রঙে রঙিন হয় সেটা চিহ্নিত করাও অনেক সময় দুরূহ হয়ে পড়ে। প্রতিটা গল্পই নানা রঙে, নানা বাঁকে, নানা চরিত্রে, নানা স্রোতে বয়ে যায়। সব গল্পের ভেতরই একটা চিত্র থাকে। মানে মাঝে মাঝে গল্প চিত্রকর্মের মতো ঢেউ খেলে যায়। সে ঢেউয়ের মাঝে কিংবা বাঁকে বাঁকে হারিয়ে যায় পাঠক। "কি অদ্ভুত তুমি" বইটি দু'টো গল্পে সাজানো। একজন ভার্সিটি পড়ুয়া মেয়ের আবেগ, অনুভূতি ও ভালোবাসা নিয়ে গল্পের স্রোতধারা। যে কিনা ভ্রমণপ্রেমী, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসে। যে কারও সাথে কথা অবধি বলতো না সে কিনা আবদ্ধ হয়ে যায় এক বিবাহিত ছেলের ভালোবাসায়। তারপর শুরু হয় দু'জনের ভালোবাসায় পথ চলা। গল্পের ধারাবাহিকতায় বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে দু'জনের মিলন হয়। একটি ত্রিমাত্রিক ভালোবাসা রূপ নেয় পূর্ণতায়। এর মধ্য দিয়েই সমাপ্তি হয় গল্পের।