দেশের সব মহলই সর্বোচ্চ মূল্যস্ফীতি, উৎপাদন খাতে অল্প বিনিয়োগ ফলে কম কর্মসংস্থান এবং রপ্তানির ধীর প্রবৃদ্ধি সম্পর্কে আশঙ্কা প্রকাশ করছেন। সবকিছু মিলিয়ে মনে হয় অবস্থা সামাল দেয়া প্রায় অসম্ভব। ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি পত্রপত্রিকায় দেখলাম, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত ছয় বছরে প্রথমবারের মতো ব্যালেন্স অব পেমেন্ট (বিওপি) অর্থাৎ বৈদেশিক লেনদেনের ভারসাম্য ঋণাত্মক। বাংলাদেশের বাণিজ্যিক লেনদেনে সব সময়ই অসামঞ্জস্য ছিল এবং আছে কেননা মোট পণ্য-আমদানির পরিমাণ মোট পণ্য রপ্তানির চেয়ে বেশি। কিন্তু রেমিটেন্সের অন্তঃপ্রবাহ এবং বৈদেশিক সাহায্য ও ঋণের কারণে মোট বৈদেশিক লেনদেন ধনাত্মক ছিল। আমি ধরে নেব, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন সঠিক।