ব্রাম স্টোকারের বিখ্যাত হরর উপন্যাস ড্রাকুলা। এই কাহিনীকে ঘিরে তৈরি হয়েছে অগণিত নতুন উপন্যাস, সিনেমা, টিভি সিরিজ, কমিকস। কিন্তু এতকিছুর পরেও বইটির আবেদন তো কমেই নি বরং বেড়ে চলেছে। এই বইটি অরিজিনাল উপন্যাসটির গ্রাফিক নোভেল সংস্করণ। জোনাথন হারকারকে কাজের খাতিরে যেতে হয় ট্রানসিলভালিয়ায়। সেখানে কাউন্ট ড্রাকুলা নামে এক বনেদী লোক অপেক্ষা করছে তার জন্য। লন্ডনে একসাথে অনেক সম্পত্তি কিনেছেন ভদ্রলোক। কিন্তু কি তার উদ্দেশ্য? এদিকে ড্রাকুলার প্রাসাদে অদ্ভূত সব ঘটনার মুখোমুখি হতে হচ্ছে জোনাথনকে। কিন্তু এ সবকিছুর সাথে কি সম্পর্ক জোনাথনের বাকদত্ত্বা মিনার? আবার মিনার বান্ধবী লুসিও সহ লন্ডনের আরো অনেকে জড়িয়ে পড়েছে ভয়ানক এই খেলায়। সেই সব গল্প শোনাচ্ছেন প্রফেসর ভ্যান হেলসিং। চার ইস্যুতে সমাপ্য এই পুরো কাহিনির প্রথম ইস্যু পড়ুন এখানে।
সুন্দর
Read all reviews on the Boitoi app
চমৎকার লেগেছে গ্রাফিক নভেলটি। অনুবাদের ভাষাটাও ছিলো সাবলীল এবং সুন্দর 😍। অনেক সময় ঠিকমত অনুবাদ না পাওয়ায় বাংলায় গ্রাফিক নভেল পড়ে মজা পাওয়া যায় না। ড্রাকুলায় এ ধরণের কোনো সমস্যা পাই নি। নিঃসন্দেহে ভালো রেটিং দেয়া যায়। তবে বাকি ইস্যুগুলো পেলে পুরাটা শেষ করা যেতো। আরো মজা পেতাম তাহলে।😀
ড্রাকুলা বইটা আগেই পড়া ছিল। এত সুন্দর ইলাস্ট্রেশনে আবার পড়তে এক্টু নস্টালজিক লাগছিল। আকা খুব ভালো। কমিকসের অনুবাদ বুঝতে কখনও বেগ পেতে হয়, কিন্তু এক্ষেত্রে হয়নি। অনুবাদক ও সম্পাদকের কল্যানে সম্ভবত। তবে ৩০-৩২ পেজ না করে পুরোটা একসাথে করলে বোধহয় ভালো হত।