নিষ্কৃতি (Nishkriti) উপন্যাসটি গিরিশ ও হরিশ এবং তাদের ভাই রমেশের সমন্বয়ে ভবানীপুরের চ্যাটার্জী বংশের পারিবারিক ব্যানারে অবলম্বিত। সিদ্ধেশ্বরী হলেন সবচেয়ে বড় বাবু (পুত্রবধূ), এবং যদিও পুরো পরিবার তাঁর হাতে, তিনি একটি দুর্বল সংবিধান এবং মনের অধিকারী এবং কনিষ্ঠ শৈলজার উপর নির্ভর করেন।