পরশমনি প্রকাশন এর নতুন চমকপ্রদ উপহার " "সুলতান নুরুদ্দীন যাংগি"। প্রকাশের পূর্বে বই পড়ার অনুভূতিটাই অন্য রকম৷ বইটি পড়ে আমার হৃদয় কখনো আনন্দ প্রকাশ করছে কখনোবা আমার আখিযুগল অশ্রুবিসর্জন দিয়েছে। আমার কর্ণকুহরে যেনো শত বারের পর শতবার সুলতান যাংগির ঘোড়ার খুরধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। আমার ক্বলব কল্পরাজ্যে যেনো বারবার তার ছবি আকছে। হাবিবে খোদার লাশচুরির ঘটনা এবং স্বয়ং রাসুলুল্লাহ কর্তৃক তাকে স্বপনে জানান দেয়ার ঘটনা পড়ে মনে হয়েছে তার রাসূল প্রেম আর আমার রাসূল প্রেমের মাঝে আকাশসম তফাৎ। পরিশেষে মনে হয়েছে আমি অধমের গোটা জীবনের বদৌলতে যদি এই মহান সিপাহসালারকে আর একটা দিন এই ধরাপৃষ্ঠে রাখতে পারতাম, তবে হতে পারতো দীনের অসম্পূর্ণ বহু কল্যানকর কাজ সম্পূর্ণ । হতেও পারতো বাইতুল মাক্বদিসের পুনরুদ্ধারের তার জনম জনমের অসমাপ্ত স্বপ্নের বাস্তবায়ন। যুগ তাকে শতবছর পরেও আজো কালকের মত করে স্বরণ রেখেছে এবং কিয়ামত পর্যন্ত ও কালকের মতই স্বরণে রাখবে । " দাস্তানে যাংগি আমাদের ঈমানী জজবা ও ইতিহাস চর্চা তরতজা করবে বলে আশা রাখি।