"বড়লোক বাবার একমাত্র আদুরে মেয়ে সূরা।তার বাবা মায়ের চোখের মণি।বাবার কথা রাখতে গিয়ে অপ্রত্যাশিত ভাবে তার কাজিন শাফায়াতের সাথে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে সূরা।যার সাথে কিনা তার সাপে নেউলে সম্পর্ক।যে সম্পর্কের উৎপত্তি হয় খুব ছোট বেলা থেকে। কিন্তু বিয়ের পর ঝগড়া , মারামারি , খুনসুটির মধ্যে দিয়ে একটা সময় তারা একে অন্যের প্রেমে পড়তে বাধ্য হয়। পুরোনো শত্রুতা ভুলে পাগল হয়ে উঠে একে অপরের জন্য। কেমন ছিলো তাদের ভালোবাসার পাগলামি???"
Golpo ta khub sundor chilo apu ❤️❤️ Thank you so much apu apnake ato sundor golpo dayor jonno apu ❤️❤️❤️❤️
Read all reviews on the Boitoi app
খুব সুন্দর একটা গল্প ছিলো অনেক ভালো লাগলো❤️
খারাপ না ভালই। তবে লেখিকার আরো বেশি পাকা হতে হবে। গল্পের মধ্যে সাহিত্যের ছোঁয়া কম, একটা বিষয়কে বর্ণনা করার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার বর্ণনা করতে হয় সেটা আমি দেখিনি বললেই চলে। আশা করি আগামী গল্পগুলো থেকে তা দেখতে পাবো। শুভকামনা রইল লেখিকার জন্য।
অনেক ভালো লাগলো, কিন্তু আরেকটু বড় করলে ভালো হতো
গল্পটা ফেইসবুক এ পরে অনেক ইচ্ছা ছিলো পরার।পড়ে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর গল্প।
এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল বুঝতেই পারি নাই আপু 🥺 সূরা শাফায়াত বেস্ট জুটি 😍🥹😌😌 অনেক অনেক সুন্দর হয়েছে আপু জাস্ট অসাধারণ একটা গল্প পড়লাম আমি 🥰🥰🥰 আহা গল্পটা পড়ে শান্তি লাগলো অসাধারণ আপু 🥰🥰🥰❤️❤️❤️❤️❤️
খুব ভালো লাগলো গল্পটা, সবথেকে ভালো লাগলো শুঁটকি রে।।।।
Onk onk sundor akta golpo, golpota pore onk valo laglo,
অসাধারন লিখেছেন।তবে এত ছোটা করছেন কেনো।বড় হলে ভালো হতো।🥰🍁
ভালো লিখেছেন আপু 😍 তবে আরেকটু বড় হলে ভালো হতো, আসলে আরো পড়তে ইচ্ছে করে এই জুটির গল্প❤️❤️