ইসলামি সংস্কৃতি ও বাংলা সাহিত্যের প্রচার-প্রসারের লক্ষ্যে জনপ্রিয় ম্যাগাজিন ‘আবীদ’ প্রকাশিত হচ্ছে বাংলা ও আরবি উভয় ভাষায়ই। এখানে গল্প, প্রবন্ধ, কবিতা, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, পাজল, রহস্য, ইতিহাস, বিনোদন, ধর্মতত্ত্ব থেকে শুরু করে বাংলা সাহিত্য ও ইসলামের প্রায় প্রতিটি শাখায় বিচরণ করে জ্ঞান অন্বেষণ, আহরণের সুযোগ মিলবে বইপ্রেমীদের। তাই বিনির্মাণ পাবলিকেশন থেকে এখনই ক্রয় করুন আপনার কপিটি ইবুক অথবা হার্ডকপি ভার্সনে।
প্রচ্ছদ টা অনেক সুন্দর হয়েছে মা-শা-আল্লাহ, ধীরে ধীরে কনটেন্ট গুলো ও সুন্দর হচ্ছে, সামনে আরো ভালো কিছু পাবো ইন-শা-আল্লাহ ❤️❤️
Read all reviews on the Boitoi app
আলহামদুলিল্লাহ আমি সবগুলো সংখ্যাই পড়েছি। খুব উপকারী লেখা থাকে প্রতিবার।😇