জমিদার বাবর খানের একমাত্র মেয়ে টুকু। পরপর তিন ছেলের পর জন্ম নেয় টুকু। তবে টুকুর জন্মের পরক্ষণেই তার মা মারা যান। গৃহপরিচারিকার হাতে ধীরে ধীরে বড়ো হওয়া টুকুর জীবনে একটার পর একটা নতুন ঘটনার সূত্রপাত হয়। বাবার চোখের সামনেই আদরের মেয়ের এমন দূর্বিষহ পরিবর্তনেও কিছুই করতে পারেন না। বরং উল্টো তার নিজ পরিবারের ওপর একে একে নেমে আসে করুণ পরিনতি। কী ঘটেছিল ঐ জমিদার মহলে? কেন সেটা পরে অভিশপ্ত মহলে পরিনত হয়? টুকুর সাথেই বা কী ঘটেছিল কিংবা বাবর খানের বংশধরের কী ঘটেছিল? এতোসব প্রশ্নের উত্তর জানতে হলে পড়তে হবে "অভিশপ্ত মহল" বইটি।
অসাধারণ একটা বই। গা ছমছম করা গল্প 👌👌
Read all reviews on the Boitoi app
বইটি পড়তে ভীষণ ভালোলেগেছে। লেখকের প্রতি অমেক শুভকামনা।
চমৎকার হরর গল্প।লেখক গল্পটি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন।লেখকের জন্য শুভকামনা রইল।
কিছু বানান ভুল ছাড়া গল্পটি চমৎকার, গল্পের কাহিনি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।
অসাধারণ ভৌতিক একটি গল্প। বেশ ভালো লেগেছে। রিভেঞ্জটা সুন্দর ছিল। পাপ করলে তার ফল পেতেই হবে। যারা পাপ করে, তাদেরকে এটাও মাথায় রাখা উচিত যে এর ফল একদিন নিশ্চয়ই পাবে। লেখিকা খুব সুন্দরভাবে গল্পটি সাজিয়েছেন। পড়তে বেশ ভালো লেগেছে। ভৌতিক/থ্রিলার গল্প আমার বরাবরই প্রিয়। শুভকামনা লেখিকার জন্য। আশা করি ভবিষ্যতে আরো ভালো গল্প পাবো।
ওয়াও কি ভয়ানক! মানুষের মগজের রান্নার ভয়াবহ বর্ণনা পড়ে শরীর গুলিয়ে উঠেছিল। পারফেক্ট হরর গল্প। লেখক সার্থক। অনেক সুন্দর লিখেছো আপু। খুব ভালো লাগল।
জমিদার বাড়িতে এমন অনেক রূপা আত্মহূতি দিয়েছে যাদের খবর কেউ রাখেনি। ভালো লাগলো পড়ে। শেষে রূপা এবং তিন্নির যোগসূত্রটা চমৎকার লেগেছে।♥️
Nice concept. The writer tried to draw the reader's attention to a fantastic horror story.