বাঁশবনের উপর থেকে আমার চাচা নুরুল নবী ডাক দেন। আমি উপরে তাকিয়ে দেখি চাচা বাঁশ গাছে ঝুলে থেকে বলে," চলে যা তাড়াতাড়ি। তোর বউকে রেখে যা এখানে।" ধমকের স্বরে আমাকে কথাগুলা বললেন তিনি। আমি দাঁতে দাঁত কামড় মেরে স্ত্রীকে কোলে নিলাম। এরপর এক দৌড়ে ভ্যানের কাছে এসে,তাকে ভ্যানে শুইয়ে দিলাম। আবার রওনা করতে থাকি হাসপাতালের উদ্দেশ্যে। আমার চাচা মারা গেছেন ২০১৯ সালে। এখন ২০২২ সাল ( ঘটনা চলাকালীন সাল)। সে যে আমার চাচা নয়,তা অস্পষ্ট কিছুই না। ওটা কোনো বদজ্বীন বা আলগা বাতাস হবে। আমি দোয়াদরুদ পড়তে পড়তে, ঝড়-তুফানে ভ্যান টেনে নিয়ে যাচ্ছি। আর এসব ভাবছি। এই মুহুর্তে আমার ভয় পাবার সময় নেই। আমার স্ত্রী আর বাচ্চাকে বাঁচানো মূল উদ্দেশ্য।
বাচ্চাখেকো বাস্তবভিত্তিক খুব সুন্দর একটি হরর গল্প। যা পড়ে বরাবরের মতই খুবই ভালো লেগেছে।গল্প বা উপন্যাস হোক সব লেখক পাঠক/ পাঠিকাদের জন্য কিছু উপদেশ বা বার্তা দিয়ে থাকেন ঠিক এমন কিছু বার্তা এই গল্পেও আছে যা পড়ার মাঝেই বুঝা গেল।আর লেখক ভাইয়ার প্রতি আমার মুগ্ধতা থাকবে যে,তিনি বাস্তবিক ভৌতিক ঘটনাগুলো খুব সুন্দর ও সাবলীলভাবে তাঁর লেখনির দ্বারা ফুটিয়ে তোলেন যারফলে গল্পটা আরো আকর্ষণীয় হয় আর পড়ার আগ্রহ দ্বিগুণ বেড়ে যায়। সবশেষে লেখক ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ☺️
Read all reviews on the Boitoi app
গল্পটা অনেক ভালো লেগেছে
অসাধারণ ছিলো গল্পটা
গল্পটা পুরো অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর হয়েছে গল্প লেখাটা
অনেক ধন্যবাদ এতো সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য
আমি আপনার লেখা অনেক পছন্দ করি, আপনার লেখাতে মনে হয় বাস্তবতার ছোয়া পাই।এই গল্পটাও ঠিক তেমনি সুন্দর। অনেক ভালো লেগেছে, আশা করি সব সময় লেখার মান ধরে রাখবেন এবং আমাদের সুন্দর সুন্দর গল্প উপহার দিবেন।💛💛
গ্ৰামের এক জন ভ্যান চালকের সত্য ঘটনা নিয়ে লেখা এই গল্পটা অসাধারণ ছিল । রিয়াজ রাজকে ধন্যবাদ আমাদের এমন বাস্তব + হরর গল্প উপহার দেওয়ার জন্য । রিয়াজ রাজ মানেই বেষ্ট ।🌸
নতুন গল্প উপহার দেওয়ার জন্য ধন্যবাদ🖤 নতুন করে আর কী প্রশংসা করবো😊আমার পছন্দের একমাত্র লেখক আপনি। আপনার প্রত্যেকটা গল্প একদম অসাধারণ।💚