ইতিপূর্বে আমরা বলে এসেছি—মুতাকাদ্দিমিনের নিকট আহলে সুন্নাতের দুইটি মূলনীতি ছিল। এক. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিদা ও আমলের ক্ষেত্রে যে-শিক্ষা ও নির্দেশনা দিয়ে গেছেন, তাতে সামান্য পরিমাণ হ্রাস-বৃদ্ধি করা যাবে না। দুই. আল্লাহ তায়ালার যাত ও সিফাত তথা সত্তা ও গুণাবলি সম্পর্কে কুরআন যা বলেছে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুতাওয়াতির সূত্রে যা-কিছু প্রমাণিত আছে; এই সম্পর্কে সংক্ষিপ্ত বা বিস্তারিত যা-কিছু এবং যতটুকু ব্যাখ্যা-বিশ্লেষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার উপর ঈমান আনা আবশ্যক। নিজের আকল, কিয়াস ও ইসতিমবাতের মাধ্যমে এর ব্যাখ্যা ও বিশ্লেষণ করা সহিহ নয়। সেগুলোর প্রতি ঈমান আনা আমাদের ঈমানের অংশ হতে পারে না।