Published
May 15, 2023
Language
বাংলা
Pages
249
Published by
প্রতিটি মানুষেরই সাফল্যের পেছনে বেশ কিছু গুণাবলি থাকা চাই। কিন্তু ক’জনই বা জানে যে, সাফল্য লাভের জন্য তার কি কি গুণাবলির প্রয়ােজন। কোন্ পন্থা অবলম্বন করলে সে দ্রুত সফল হতে পারবে। এমন পন্থা কি সত্যিই আছে?