"বিবাহ" একটা পবিত্র শব্দ, যা কতগুলো মানুষকে একটা বন্ধনে আবদ্ধ করে। যার সাথে মিশে আছে ভালোবাসা, বিশ্বাস, স্নেহ, মমতা। বিয়ের পর মেয়েরা যায় নতুন পরিবেশে, নতুন ঘরে। কিন্তু সেই ঘরে যদি আগে কারো বাস থাকে তবে চিত্রটা কেমন হবে? বেণীর মনে হলো মানুষের জীবনে প্রথম জিনিসের অধিপত্যেই বেশী। তাদের অবচেতন মন দ্বিতীয় জনের মাঝে প্রথম জনের ছায়া খুঁজে বেড়ায়। বেণী ভাবনা কি আসলেই সত্যি? পারবো তো সে এই জটিল সাংসারিক জীবনের পথ সরল ভাবে পাড়ি দিয়ে অনির্বাণ নামক মানবের সাথে সুখের ঘরে যেতে? নাকি অতীত এসে হানা দেবে তাদের সুখের ঘরে!