কবিতার স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য অনুসারে প্রতিটি কবিতা কথা বলে। কবিতাকে কথা বলানোর কারিগর হলেন কবি। কবি তাঁর আপন মনের মাধুরী মিশিয়ে রচনা করেন একেকটি কবিতা। সেইসব কবিতা হয়ে ওঠে প্রাণবন্ত; বলে মানুষের কথা, দেশপ্রেমের কথা, সর্বোপরি বিদ্রোহী হয়ে ওঠে কবিতার লাইনগুলো। এখানেই যেন কবির কবিতার লেখার স্বার্থকতা। এমনই সব স্বার্থক কবিতার পসরা সাজিয়েছেন কবি, গল্পকার ও সাহিত্য সংগঠক শাহ্ মোঃ সফিনূর। লেখাচিত্র প্রকাশনী থেকে বের হলো তাঁর কাব্যগ্রন্থ ‘রক্তে ভেজা শার্ট’। এই নামের মধ্যেই মিশে আছে কবিতার মূলভাব ও গার্ম্ভীযতা। কবির কলমে উঠে এসেছে সাম্প্রতিক নানা প্রসঙ্গ, বিদ্রোহ, দেশপ্রেম, প্রকৃতি ও মানুষের প্রতি অগাধ ভালোবাসা। তিনি সুদূর আমেরিকার মিশিগানে বসেও যে বাংলাদেশের সবুজ-শ্যামল বুককে আগলে রেখেছেন, তা কবিতায় বেশ সুচারুভাবে ফুটে উঠেছে। সবমিলিয়ে দারুণ কিছু কবিতার সংমিশ্রণে মলাটবদ্ধ হয়েছে ‘রক্তে ভেজা শার্ট’। একজন সফল সাহিত্য সংগঠক হিসেবে দেশ-প্রবাসে সুপরিচিত কবি শাহ্ মোঃ সফিনূরের নতুন বইয়ের রইল শুভ কামনা। তাঁর কাব্যজীবন আরও সাফল্যমণ্ডিত হোক। মোহাম্মদ অংকন কবি ও কথাসাহিত্যিক ঢাকা।