বহ্নি, সারাক্ষণ প্রজাপতির মতো উড়ে বেড়ায়। পরিবারের মধ্যমনি । বাবার আদুরে মেয়েটি হঠাৎ বাবাকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। সে সময় ছায়া হয়ে পাশে দাঁড়ায় শওকত সাহেব। কিন্তু মায়ের দ্বিতীয় স্বামীকে বাবার মর্যাদা দিতে পারে না। অনেকটা বাধ্য হয়ে, মামা-মামীর মানসন্মান রক্ষার জন্য যমের মতো ভয় পাওয়া মানুষটাকে বিয়ে করে । ধীরে ধীরে প্রেমে বুদবুদ তৈরি হচ্ছিল বহ্নির মাঝে, নাকের আগায় বিরক্তি নিয়ে ঘুরে বেড়ানো লোকটা বহ্নিকে আপন করে নিতে চায় যখন, ঠিক তখনই কিছু পরিবারিক টানাপোড়েন বহ্নি হারিয়ে ফেলে কাছের সেই মানুষটিকে। বহ্নি কি পারবে ওর সেই মানুষকে ভালোবাসতে, পারবে কি এই সম্পর্কের মর্যাদা রাখতে, নাকি সবকিছু ছেড়ে স্থিতধী হবে বিদেশে সৎ পিতার কাছে? সেই টানাপড়েন গল্প নিয়ে সাজানো হয়েছে বহ্নি ও কয়েকটি কাঠগোলাপ। একটি অসম প্রেমের উপন্যাস। পাঠক মুগ্ধ হবেন।
অনেক সুন্দর গোছানো একটি গল্প পড়লাম।প্রতিটি চরিত্র জীবন্ত মনে হচ্ছিল ❤️অনেক অনেক শুভ কামনা রইলো। নেক্সট গল্পের অপেক্ষায় রইলাম😍
Read all reviews on the Boitoi app