Published
November 14, 2023
Language
বাংলা
Pages
116
Published by
হঠাৎ মনটা এমন চঞ্চল হয়ে উঠলো কেন? রবির কথাই-বা এতো মনে হচ্ছে কেন বেবীর? রবির কাছাকাছি দাঁড়াতে ইচ্ছে হচ্ছে, বুকের ভেতরটা অসম্ভব শূন্য শূন্য লাগছে। কেমন যেন একটা তোলপাড় করা অবস্থা। বেবী চেষ্টা করে রবির মুখটা ভুলে যেতে, কিন্তু পারে না।