এই যে ডার্লিং, শোনো। থমকে দাঁড়ায় মেয়েটি। কলেজে হেঁটে যাচ্ছে ও। পেছন থেকে যুবকের কণ্ঠ। তাও আবার ডার্লিং। গা-জ্বলা অবস্থা। ষোড়শী যুবতী রূপের আগুন ছড়াচ্ছে চারদিকে। আটকে যায় চোখ। টগবগে যৌবন। যেন এক ফুটন্ত গোলাপ। বাহারি পোশাকে যখন কোনো অনুষ্ঠানে যায় তখন হা হয়ে থাকে অনেকেই। চোখে পলক পড়ে না। ভ্রমরেরা বেপরোয়া হয়ে ওঠে। উড়ে বসে পান করতে চায় তার গোলাপ বনের গোলাপি মধু। ছেলেটিকে প্রতিদিন এখানেই দাঁড়িয়ে থাকতে দেখে। ঠিক এই সময়Ñ যখন মেয়েটি কলেজে যায়। আজ একটু বেশিই সাহস দেখালো ছেলেটি। এগিয়ে এলো। অনেকটা পরিচিত জনের ভঙ্গি।