পরিপাটি দামী আসবাপত্রে সজ্জিত একটি রুমে বসে আছি। যদিও মাথার উপর ফুল স্পিডে ফ্যান ঘুরছে তবুও ঘেমে একাকার। বাবার সাথে মেয়ে দেখতে এসেছি। কিন্তু মেয়ে আমার দেখা হয়নি এরই মধ্যে বাবা এসে বললেন, মেয়ে আমার পছন্দ হয়েছে আর উনাদেরও ছেলে পছন্দ হয়েছে তাই আজই বিয়ে। বাবার কথা শুনে বুঝা গেল সব কিছুই পূর্ব নির্ধারিত। তারা পরিকল্পনা করেছে আমাকে মেয়ে দেখতে নিয়ে এসে বিয়ে করাবে। তাদের পরিকল্পনাই বাস্তবায়ন হচ্ছে। বাবার কাছে বিয়ের কথা শোনার পর থেকে অস্থির লাগছে। ভাবতেই পারছি না বিয়ের মত অতি গুরুত্বপূর্ণ কাজ এভাবে অতি গোপনে করবো। কয়েকদিন আগে বাবা ডেকে বলেছিল, ফরিদ তোর তো কোন চাকরি বাকরি হচ্ছে না। বিদেশ যে পাঠাবো সে টাকাকড়ি ও নাই। তাই আমরা চিন্তা করেছি তোকে বিয়ে করিয়ে বিদেশ পাঠাবো। এই ব্যাপারে তোর কি মতামত? আমিও বেকার থাকতে থাকতে নিজের জীবনের প্রতি বিরক্ত হয়ে উঠেছিলাম। সারাদিন চায়ের দোকান, বন্ধুদের সাথে আড্ডা এই জীবন আর ভালো লাগার কথা না। এখন নতুন কিছু চাই। তাই বাবার কথায় সায় দিয়ে বলেছিলাম, ঠিক আছে আপনার যা ভালো মনে হয় তাই করুন। তাই বলে আমাকে মেয়ে দেখার নাম করে বিয়ে করাবে ছেলের প্রতি বাবার কেমন বিচার!