"দুই বছরে বিদেশি স্বামীর সাথে সেরকম সম্পর্ক গড়তে পেরেছিস? কত বিদেশির বউ দেখি সারাক্ষণ এখানে-ওখানে বসে স্বামীর সাথে কথা বলে। স্বামীকে আঙুলের ইশারায় ওঠায় আর বসায়। কিন্তু তোর বেলায়? আবার কত বউরা একটু সেজেগুজে শাড়ি পরে স্বামীর সাথে ভিডিও কলে কথা বলে। কিন্তু তোকে আমি শাড়ি পরা দেখি না কোনোদিন। শুধু সুন্দর হলেই হয় না, স্বামীকে ধরে রাখার কৌশল জানতে হয়। মেয়েরা তাদের স্বামীকে অন্যদিকে তাকাতেও দেয় না। আর তোর স্বামী? তোকে শ্বশুরবাড়ি থেকে বাড়িতে পাঠাবে না তো কাকে পাঠাবে?"
কি আর বলবো এক কথায় দারুণ একটা গল্প ছিলো খুব ভালো লাগছে।
Read all reviews on the Boitoi app
সুন্দর।
Ma sha allah 🥰🥰 mon chuye geche golpo ta🥰🥰🥀🥀
এই গল্পের শুরু তো ভালোই হয়েছে কিন্তু সমাপ্তি অনেক দুর্বল। এই গল্পটি শুধু আমার সময় নষ্ট করেছে।
অনেক ভালো লাগছে
অনেক অনেক ভালো লাগলো ধন্যবাদ
❤️❤️