শুভ্র দিনে পাহাড় ঘেঁষে উড়ছে কালো মেঘ, আন্দোলিত হাওয়ার তালে বৃষ্টি নামার উদ্বেগ। দুরন্ত গতিতে শুকনো পল্লবে ছন্দিত কণা টুপ, পিপাসা কাতর বিরান ভূমি ফিরে পাবে আপন রূপ। রজনি জেগে গল্পচ্ছলে কাটাবো কথার ঋণ, আজকে তবে বৃষ্টি ছোঁয়ার দিন। নিবিড় বর্ষণে জলতরঙ্গে শ্বেত হাঁসের উল্লাস, পথের প্রান্তে জীবন্ত ফুলে দুঃখ ক্রীতদাস। সজল বর্ষায় শীতল হবে অনল পোড়া বুক, শ্রাবণ ছোঁয়ায় ভেসে যাবে ভীতিকর সব অসুখ। বাতায়নে সুরের মূর্ছনায় বংশীতে বাজাবো বিন, আজকে তবে বৃষ্টি ছোঁয়ার দিন খণ্ডিত হৃদয়ে কোমল পরশ নিয়ে কিঞ্চিৎ বৃষ্টি ফোঁটা, সুখের প্লাবনে আন্দোলিত ব্যথাহত চিলেকোঠা। মাঠ ফেরা চাষির সুঠাম দেহে স্বচ্ছ বৃষ্টি কণা, মধুময় পরশে হৃদয় অরণ্যে সুখের আলপনা। রোয়াকে বসে স্থিরচিত্তে স্বপ্ন সাজাবো রঙিন, আজকে তবে বৃষ্টি ছোঁয়ার দিন।