মাঝরাতে প্রকৃতির ডাকে ঘুম ভেঙে যায় সূরার। সূরার ঘুম ভাঙতে বুঝতে পারে সে শাফায়াতের বুকের উপর শুয়ে আছে। আর শাফায়াত তাকে এক হাতে জড়িয়ে ধরে রেখেছে। ব্যাপারটা বেশ ভালো লাগে সূরার। তার ইচ্ছে করে শাফায়াতের বুকে মাথা রেখে শুয়ে থাকতে। এদিকে তার পেটে গন্ডগোল শুরু হয়ে গেছে। তাকে ইমার্জেন্সি ওয়াশরুমে যেতে হবে। কিন্তু তার পায়ের ব্যথায় হাঁটার শক্তি টুকু নেই। সূরা একবার ভাবে শাফায়াতকে ডাকবে। কিন্তু শাফায়াতের ঘুমন্ত চেহারা দেখে সূরার মায়া হয়। তার ইচ্ছা হয় না শাফায়াতের ঘুম নষ্ট করতে। সূরা কিছুক্ষণ শাফায়াতের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে তার খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে দিয়ে বললো, "ইশ্, আমার বরটা কতো সুন্দর। একদম যেন হোটেলে কাঁচের মধ্যে রেখে দেয়া কালো কালো মিষ্টি। হোটেলে কাঁচের মধ্যে রাখা কালো মিষ্টিগুলোর প্রতি লোভ থাকলেও যেমন, সেই মিষ্টি ছুঁয়ে দেখার সাধ্য আমার ছিলো না।"
Mon Valo korar Moto story ta 🤗🤗🤗
Read all reviews on the Boitoi app
ভালোই লেগেছে। অনেকগুলো সিনেমার কাহিনি একটু একটু করে পেলাম।
Khub sundor ekti golpo amr khub valo lagcea
মাশাআল্লাহ,অনেক সুন্দর লেখনী অপু। অবশেষে তোমার একটা ই-বুক পড়ার সৌভাগ্য হলো ।
আমি এটি ফেসবুক এ আরো আগে পরেছি, খুব ভালো একটি গল্প
খুব ভালো লাগছে
অসাধারণ একটি মিষ্টি ভালোবাসার গল্প। সূরা আর শাফায়াতকে অনেক ভালো লাগে। গল্পটা পড়ার সময় ওদেরকে কাল্পনিক নয় বরং বাস্তবিক বলে মনে হয়েছে। লেখিকা আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গল্প উপহার দেয়ার জন্য।আশা করি ভবিষ্যতে আরো এরকম সুন্দর সুন্দর ভালোবাসার গল্প আমাদের উপহার দিবেন। তোমার গল্পগুলোকে এবং তোমাকে অনেক ভালোবাসি প্রিয় লেখিকা আপু