তিনপাশে ছাতলা পড়া দেয়াল, একপাশে মোটা লোহার গরাদ। বেরোনোর উপায় নেই। খাঁচায় বন্দি চিতার মত পায়চারি করছে মুসা। রবিন চুপচাপ বসে আছে দেয়ালে হেলান দিয়ে। 'চুপ করে বসো,' কিশোর বলল। 'একটা উপায় বের করা দরকার।' কান পেতে শেরিফের ঘরের শব্দ শোনার চেষ্টা করছে সে। মিসেস গার্ডনার কী চলে গেছেন? শিকে গাল চেপে কান ফেরাল সেদিকে। বেশিক্ষণ থাকতে পারল না ওভাবে। বড় একটা পোকা শিক বেয়ে এসে তার গায়ে উঠল। সুড়সুড়ি লাগতে সরে এসে ঝাড়া দিয়ে ওটাকে ফেলল কিশোর। এই সময় শেরিফের কণ্ঠ শোনা গেল, সহকারীদের বলছে, 'এই, তোমরা বাড়ি চলে যাও। আমি আছি। ব্যাটাদের পাহারা দেব।' খুশি হয়েই চলে গেল ডেপুটিরা, তাদের কথাবার্তায়ই বোঝা গেল।