হেলিকপ্টার আরেকটু নিচে নামাল হাডসন। আস্তে করে কেবিন থেকে বেরিয়ে দড়ির মই ধরে ঝুলে পড়ল কিশোর। উড়ূক্কু অবস্থায় বাতাসে বিপজ্জনক ভঙ্গিতে কাত হয়ে গিয়ে দুলছে মই। শক্ত করে ধরে থাকল সে। খুব সাবধানে একটু একটু করে নিচে নেমে চলল। অবশেষে নেমে এল হিমবাহর ওপর। কিশোরকে নেমে আসতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দু'জনে। তবে উৎকণ্ঠা পুরোপুরি যায়নি এখনও তাঁদের। ভদ্রলোকের কথা থেকেই বোঝা গেল। 'তোমাদেরকে ঝামেলায় ফেললাম। ভাগ্যিস আমাদের দেখতে পেয়েছিলে।' যন্ত্রণাকাতর হাসি ফুটল ভদ্রলোকের মুখে। 'অ্যাক্সিডেন্ট করেছি আমরা। আমার নাম হ্যারিসন। আমি ইঞ্জিনিয়ার।'