এসব দেখার অবসর নেই কিশোরের। সে তখন লড়াই করছে সাপটার সঙ্গে। তাইপানের ঘাড় চেপে ধরে বস্তায় ঢোকানোর চেষ্টা করছে। তাকে সাহায্য করছে রবিন। কিন্তু ড্রাগনের সঙ্গে লড়াইয়ের ক্ষমতা রাখে যে জীব তাকে কি আর সহজে কব্জা করতে পারে? দু'জনেরই হাত গলেই অদ্ভুত কায়দায় পিছলে যাচ্ছে ওটা। একবার হাত থেকে ফসকালে আর বাঁচতে পারবে না জানে ওরা। বিষাক্ত ছোবলে মারা পড়বে। সাহায্যের জন্যে চিৎকার করে উঠল কিশোর। সাহায্য আসতে সময় লাগল। এরকম একটা 'প্রেতে'র মুখোমুখি হতে চাইছে না কেউ। শেষমেষ সাহস করে পাথরের কুড়াল হাতে এগিয়ে এল একজন। এক কোপে সাপের মাথাট আলাদা করে দেবে।