যতটা সম্ভব ডানে কাটল মুসা। সড়সড় করে পিকআপের শরীরে বাড়ি মারছে ঝোপঝাড়, ছালচামড়া তুলে ফেলার চেষ্টা চালাচ্ছে যেন। দুটো চাকা রাস্তা থেকে পড়ে গেল। ভীষণ ঝাঁকুনি খেতে খেতে এগোচ্ছে গাড়ি। স্টিয়ারিং সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে সে। পিকআপের প্রায় গা ছুঁয়ে বেরিয়ে গেল ট্রাকটা। রিয়ারভিউ মিররে তাকিয়ে শুধু ধুলোর মেঘ চোখে পড়ল মুসার। 'দৈত্য!' ফোঁস করে চেপে রাখা নিঃশ্বাস ছাড়ল মুসা।