আল্লাহ তায়ালা যখন তার রাসুলকে প্রেরণ করেন, তখন মানবসভ্যতা ছিল ঘোর অন্ধকারে নিমজ্জিত। তিনি এসে সেই অন্ধকার আলোয় পালটে দেন। অজ্ঞতা দূর করে বইয়ে দেন দয়া ও সম্প্রীতির বাতাস। সীমালঙ্ঘনের বদলে প্রতিষ্ঠা করেন অনাবিল শান্তি-সুখের সাম্রাজ্য। আমাদের ভুলে গেলে চলবে না, মুসলিমবিশ্ব যখন মানবসভ্যতার উন্নতির শীর্ষচূড়ায় উপনীত হয়েছে তখন ইউরোপ অজ্ঞতার ঘোর অমানিশায় নিমজ্জিত ছিল। বাইতুল মুকাদ্দাস উদ্ধারের স্লোগান তুলে ক্রুসেডাররা যখন মুসলিমদেশগুলোর উপর হামলা করে নৃশংসতা চালিয়েছে, আমরাও দৃঢ় সাহসিকতা ও ঈমানি মনোবল বুকে নিয়ে তাদের প্রতিরোধ করেছিলাম।