প্রিয়! তুমি কি আমার অবাধ্য হাওয়াতে দোল খাওয়া- বার বার মুখেতে এসে বিরক্ত করা চুলগুলো কানেতে গুঁজে দেবে? কানেতে গুঁজে দেওয়ার পরও যখন চুলগুলো বিরক্ত করবে- তখন কি আমার এলোমেলো চুলগুলো বেঁধে দেওয়ার দায়িত্ব নিবে? তুমি কি আমার শাড়ির কুঁচিগুলো ঠিক করে দেবে! তুমি কি আমার বৃষ্টির দিনের কবিতা হবে! তুমি কি আমায় একটুকরো হাসি দেবে? তুমি কি আমার উত্তাল নদীর ঢেউ হবে, যে নীরবে বয়ে যাবে আমার হৃদ মাজারে! তুমি কি আমার মনের প্রহরী হবে, যে সবসময় আমার মনের দেখাশোনা করবে! তুমি কি আমার ভরসার হাত হবে, যে কখনো আঘাত করবে না। তুমি কি আমার ভালবাসার মানুষ হবে? আমি একটু অশ্রু জড়াতে চাইলেই চোখ দু’টো আদরে মুছিয়ে দেবে! তুমি কি সেই মানুষটি হবে,