সে অনেকদিন আগের কথা। মায়ার দেশের এক রাজ্যের কাহিনী। সেখানকার রাজা ছিলেন খুব দয়ালু, মায়াবী। প্রজারা খুব সুখে-শান্তিতে দিন কাটাতো। হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, ফল, ফুল কোনো কিছুরই অভাব ছিলো না। কিন্তু সে দেশের রাজার মনে কোনো সুখ ছিলো না। কারণ রাজার কোনো সন্তান ছিলো না। তার মৃত্যুর পরে কে রাজা হবেন, এই ভেবে ভেবে রাজা অসুস্থ হয়ে যেতে লাগলেন।