ধূসর-পিউ, ইকবাল-পুষ্প, সাদিফ-মারিয়া—তিন জুটির সন্তোষ ও পরিতোষের বিবৃতি। এই পরিতোষ, এই তৃপ্তি ভালোবেসে একে-অপরকে নিজেদের করে পাওয়ার। পাপমুক্ত সম্পর্কের বন্ধনে কাছাকাছি আসার। গল্পটা ঠিক বছরখানেক ধরে, খটখটে টিনের চালে তিন জোড়া চড়ুইয়ের ঘর পাতা নিয়ে।
"অসম্ভব সু্দর একটা গল্প। ধূসর ভাই চরিত্রটি অত্যন্ত ভালো প্রিয় একটা চরিত্র। চাইলেও ভুলে যাওয়া সম্ভব না। সত্যি বলতে প্রত্যেকটা চরিত্রই অসুম্ভব ভালো লাগার। এক সমুদ্র ভালোবাসা প্রিয় লেখিকা এবং প্রিয় গল্পটার জন্য। 💝💝💞"
Ami kine fellam amr Dhusor vai k 🥰🥰
Read all reviews on the Boitoi app
প্রিয় সেঁজুতি আপু,তুমি আমার অনেক পছন্দের একজন লেখিকা। কাজিন রিলেটেড গল্প গুলো আমার অনেক পছন্দের। ফেইসবুকে "এক সমুদ্র প্রেম" গল্পটা পড়ে আমার এতো ভালো লাগছিল যে কি বলবো, মনে হচ্ছিল যে ওদের চরিত্র গুলো ফিল করতে পারছি। পরে শেষ হওয়াতে খারাপ লেগেছিল যে কেন শেষ হলো , আরো পড়ার ইচ্ছা জাগলো। ওদের দাম্পত্য জীবনটা জানি কেমন হয়। এখন আর কোনো আফসোস নেই। তোমার লিখা বরাবরই খুব সুন্দর, গোছানো মাশাআল্লাহ। এখন তোমার বই গুলো কিনবো ইন শা আল্লাহ। ভালো থেকো,আল্লাহ তোমাকে সুস্থ রাখুক,অনেক দূরে এগিয়ে যাও আর ভালবাসা নিও💙❤️
ফেসবুকে পড়া আমার প্রথম রোমান্টিক গল্প মেবি এক সমুদ্র প্রেম। তাই এর প্রতি টান বেশি। পড়েছি ২/৩ বার। গল্পের ধুসর একটা এডোরেবল চরিত্র। এই চরিত্রকে ভেঙ্গে ভেঙ্গে, এর ছায়া নিয়ে নিয়ে কত গল্পের নায়ক এলো। তারপরও ধুসর বেস্ট। পিউ যখন ধুসর ভাই বলে ডাকে, আহা ভালোবাসা উপচে উপচে পরে। এটা যেহেতু এক সমুদ্র প্রেম এর সিক্যুয়েল তাই আলাদা করে কোন চরিত্র চিত্রন করতে হয়নি। গল্পটা আরো বড় আশা করেছিলাম। শেষ হয়ে যাবে ভেবে একটু পড়ে রেখে দিয়েছিলাম, যখন ভালো গল্প খুজে পাবো না তখন পড়বো বলে। তো কাল পড়েই ফেললাম। ওমা শুরু হতে হতেই শেষ! এ-তো তাদের কিছু সময়ের গল্প মাত্র! মন ভরলো না। একটুও না। এমন প্রিয় প্রিয় মানুষদের কিচিরমিচির আরো শুনতে ইচ্ছে হচ্ছিলো। ধুসরপিউ আগের মতোই। সাদিফ ভালো আছে, সুখে আছে, তার ম্যালেরিয়া কে নিয়ে, তৃপ্ত আছে এটা খুব ভালো লেগেছে। তা-না হলে তার দুঃখ আমার বুকে বেঝে থাকতো। আর ইকবাল। আহ! জাস্ট ফাটিয়ে দিয়েছে! কোন এক গ্রুপে লিখেছিলাম, ভাইবন্ধু হিসেবে ইকবালের সমকক্ষ কেউ নেই। ইকবাল বেস্ট।। এই গল্পে এসে মনে হলো, প্রেমিক স্বামী হিসেবেও ইকবাল বেস্ট। এমন জীবনসঙ্গী পেয়ে পুষ্প ধন্য। বউ খুশি রাখার ব্যাপারে ইকবাল ছাড়িয়ে গিয়েছে ধুসরকেও। আর তার মাই লাভ ডাক টা! আহা আহা। মধু মধু। আশা রাখলাম, ছয় চড়ুইএর সন্ধি আজীবন থাকবে আর আমরা তাদের আপডেট পেতে থাকবো। ভালোবাসা ও দোয়া রইলো। 💝 _ শিলাহক
Oshadharooonnnn.....borabor e amr ai golpo ta fvrt jaihok Besttt cilo ata r amr pora cousin related er moddhe atai best golpo
It's best book forever. ❤️🫶🏻
কিছু আর বলবো না শুধু স্টার দিয়ে গেলাম....এখানে পাচটা স্টার আছে যদি আরেকটা থাকতো তাহলে ৬ জনের জন্য ছয়টা স্টার দিয়ে যেতাম.... আর তোমাকে অনেক অনেক ❤️❤️❤️❤️❤️❤️
বরাবরের মতোই অসম্ভব সুন্দর লেখনী দ্বারা পরিপুষ্ট গল্প উপহার দিলা। অসম্ভব ভালোবাসা নিও 🫶❤️❤️
ধূসর ভাই মানেই ভালোবাসা!!🤍 প্রত্যেক ধূসর প্রেমীদের কপালে ধূসর ভাইয়ের মতো জীবনসঙ্গী হোক💗
সেঁজুতি আপুর লেখা সবসময়ই অনেক সুন্দর হয়। ধূসর পিউ জুটি আমার অনেক পছন্দের। আমি কথা গুছিয়ে লিখতে জানি না। গল্পটা অনেক ভালো লেগেছে 🥰🥰
ধূসর এমন এক চরিত্র যা বার বার পড়লেও আমার মন ভরে না, বিরক্তি আসে না,, পড়লে আবার পড়তে মন চায়,,, সে যে এক আসক্তির নাম 🥰 সত্যি আপু তুমি অসাধারণ লিখ,,, এই গল্প এর সব চরিত্র অসাধারণ,, কিন্তু ধূসর ভাই hit difference 🥰 সব আবেগ, অনুভূতি যেন এই এক জায়গায় আটকায়,,, সত্যি আপু অসাধারণ,,, আরও কয়েক বার ধূসর ভাই কে আমি পড়তে চাই 🤗