ডাকাতি করতে এসে কোটি টাকা দামের একটা স্বর্ণের দলা পেয়ে যায় মজনু। কিন্তু এলাকাবাসীর তাড়া খেয়ে দলাটা সে ছুড়ে ফেলে দেয় অন্ধগলির মৃত্যুকূপে। এবার তৎপর হয়ে ওঠে পুলিশ। স্বর্ণের দলাটা তুলে আনতে কূপে নামিয়ে দেয় মজনুকেই। এরপর ঘটতে থাকে লোমহর্ষক সব ঘটনা। আর এসব ঘটনার সূত্র ধরেই সামনে চলে আসে মৃত্যুকূপের ভয়ঙ্কর ইতিহাস। কী সেই ইতিহাস? কেন এই কূপকে ঘিরে ঘটে এত এত হত্যাকাণ্ড?