গলায় ক্যান্সার ধরা পড়ল, স্টেজ ওয়ান। আবির সান্ত্বনা দিল, " ভাল যে আগে ধরা পড়েছে, নইলে সার্জারি করা লাগত,আর গাইতে পারতেনা। এখন রেডিওথেরাপিতেই দেখবে ভাল হয়ে যাবে।" রুবির বিহবল ভাব কাটল না। বছরখানেক থেরাপি চলল। আবির এখনো আগের মত আছে পাশে। রেকর্ডিং বন্ধ। গলায় আর জোর পায় না সে। আয়না দেখতে দেয়না আবির। চুল পড়ে গেছে বুঝতে পারছে রুবি। একদিন জোর করেই আয়না দেখতে চাইল রুবি। বাধা দিলনা আবির। মাথায় চুল কগাছি গোনা যায়, দাঁতগুলো নড়বড়ে। উজ্জ্বল ত্বক কুঁচকে গেছে। আর মেকাপেও ঢাকবেনা কোন দিন। ভ্রু পড়ে গেছে। সুন্দর নখগুলো মরে গেছে...
শেষ অংশের সিকুয়েন্স টা কেমন না! গল্পটার অন্তর্নিহিত অর্থ টা অদ্ভুত এবং অনেকাংশে সত্যিও।
Read all reviews on the Boitoi app