হলরুমে বড় সোফাটির এক পাশে বসে আছেন তাদের স্থানীয় এমপি জওহর চৌধুরী। তার বাম পাশেই তার স্ত্রী রাইমা হাসান বসে আছেন। জওহর চৌধুরী এসেই প্রথমে সকলের সাথে এমনভাবে কুশলাদি বিনিময় করলেন যেন তিনি কতদিনের চেনা পরিচিত কাছের মানুষ। শাফকাত খান বিচলিত হয়ে পড়লে তেমন একটা কথা বলতে পারেন না। এখন তার সেই অবস্থা-ই হয়েছে। ছোট ভাই সালাম খান ভাইয়ের পরিস্থিতি বুঝতে পেরে নিজেই কথা বললেন।
Ato mojar chilo hashte hashte pet batha Hoye geche , 🤣😂 etar second part anio Apu please
Read all reviews on the Boitoi app
গল্পটি খুবই ভালো লেগেছে আপু। এতটুকু পড়ে মন ভরেনি । এর দ্বিতীয় খন্ড বের হলে আরো ভালো হবে । এই গল্পের দ্বিতীয় খন্ড চাই আপু। দ্বিতীয় খন্ডের অপেক্ষায় রইলাম
আল্লারে আমার তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। এতো সুন্দর গল্পটা। এক বসায় পড়েছি । হঠাৎ করে ঢুকে গেছে তখন দেখি এখানে ফ্রিতে ইবুক মেলাও আছে আমার বিকাশও নাই নগদ নাই কিছু নাই টেহাও নাই আমি গরিবস তাই ফ্রিতে পড়লাম। গল্পটার নামের সাথে গল্পটা জাস্ট অসাধারণ 🌸🌿
একান্নবর্তী পরিবারের একটা অন্য রকম গল্প। বেশ ভালো লাগলো
অসাধারণ গল্প
You're one of my favourite writer. I love everything you write. I read this story for many times, I just love this! Take love api.💌
আপুর লেখনি বরাবরের মতোই সুন্দর! আপু তুমি লেখনিতে ফিরবে না আর? অপেক্ষায় থাকি তো তোমার লেখার জন্য!🥺
One kind of amazing and funniest story... Truly speaking it's a good story😊😊
ইনশিয়ার লেখা মানেই মনোমুগ্ধকর💜😍 I love it 💓
ইনশিয়াহ মাই সন্দেশ ❤ আমার খুব প্রিয় গল্পদের একটা এই গল্পটা। হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেছে কিছু কিছু জায়গায়। সামান্য একটা কথা বিয়ের সুনামি নিয়ে এসেছে খান বাড়িতে। কার জন্য কি হচ্ছে বুঝে উঠার আগেই অনেক কিছু ই ঘটে যায়। আই ক্যান রিলেট টুইঙ্কলের 'দাদী কি মরে গেছে ?' এই কাজ আমি ও করতাম আমার আব্বুর সাথে। আব্বু যে কত বকত এই একটা কথার জন্য। আমার আব্বুও আমাকে বলত 'তুই কিছু হলেই আমার মা'কে মেরে ফেলিস কেন ? তোর এত কি সমস্যা ঐ বুড়ো মানুষটার সাথে।' আমার দাদী যখন সত্যিই মারা যান তখন আব্বু বাচ্চাদের মতো কেঁদেছিল। আর বলছিল 'আমার মা আরেকটু বাঁচলে কি হতো রে, এত অল্প বয়সে কেউ মারা যায় ?' আমি মারাত্মক অবাক হয়ে আব্বুকে বলেছিলাম 'আব্বু আপনি ঐ বুড়িকে আর কতো বাঁচতে বলেন ?' আব্বু কান্না ভুলে আরো ইচ্ছামত বকলেন। আসলে আমার দাদী যখন মারা যান তখন তার ১০৩ বছর বয়স। আমি এখন বুঝি আসলে মায়েদের বয়স হয় না, তারা মায়া আর স্নেহের সাগর। তারা না থাকলে কে আর অপেক্ষায় থেকে বলবে 'বাবা ভালো আছিস ?'