নিঝুম, আবির আর সৈকতের ছ'মাস অতিবাহিত হোল, ফুলপুর কলেজে জয়েন করা। অথচ মনে হয়, এইতো ক'দিন আগের কথা! আসলে সময়ের স্বভাবই হোল, নিভৃতে দ্রুতপায়ে দৌড়নো। ওরা তিনজনই আনম্যারেড। আবির বলতে গেলে সবসময় চুপচাপ থাকে। তবে প্রয়োজনে দু'চারটে কথা তো বলেই। আর তাতেই বোঝা যায় সে খুব বুদ্ধিদীপ্ত। সৈকত আবিরের ঠিক বিপরীত। একটু এলেবেলে ধরণের। সবসময় বকবক করে। কখন কি বলতে হয় ঠিক বোঝে না। সুযোগ পেলেই নিঝুমের সাথে কাব্যিক ভাষায় ছন্দে ছন্দে কথা বলে। আরও কত হিজিবিজি কৌশল'ই না খাটায় শুধু নিঝুমের মন ভেজানোর জন্য।