খুলনা থেকে ঢাকা এসেছে অরিত্ররা প্রায় এক সপ্তাহ। মামার বাসায় মিরপুর দুই নম্বরে সরকারি কোয়ার্টারে মামা-মামী, মামাতো ভাই আরস, প্রহর। বেশ অনেক জায়গায় মামা ঘুরিয়ে দেখিয়েছে অরিত্র আর রূপাকে। মামী বলেছিলেন, চিড়িয়াখানা ঘরের কাছে, ওখানে একেবারে শেষে যাবেন। আজ শুক্রবার শেষ দিন বেড়াতে যাওয়ার কথা। শিশুপার্ক, নন্দন, ওয়ান্ডারল্যান্ড, ফ্যান্টাসী কিংডম সবখানেই বেড়ানো শেষ। সেই ঢাকা আসার পর থেকেই আরস অরিত্রকে বলেছে। ওদের বাসা থেকে বাঘ সিংহের গর্জন শুনতে পায় ওরা। কিন্তু অরিত্র গত সাতদিনে একবারও শুনতে পায়নি।